চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের এক কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান আবাসিক হল থেকে তাকে আটক করা হয়।
এই শিবিরকর্মীর নাম শোয়েবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এই ছাত্র এ এফ রহমান হলের ১২৯ নম্বর কক্ষের বাসিন্দা।
ছাত্রলীগের নেতাকর্মীরা বলে, শনিবার সন্ধ্যায় দুটি অটোরিকশায় করে ১০ যুবক ওই হলের ১২৯ নম্বর কক্ষে আসে। তাদের কথাবার্তা শুনতে পেয়ে ছাত্রলীগের এক কর্মী বিষয়টি নেতাদের জানায়। তবে তাদের ধরতে গেলে সেখানে শুধু শোয়েবকেই পাওয়া যায়। পরে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামান নূর সাংবাদিকদের বলেন, ‘শিবিরের ডকুমেন্টসহ শোয়েবুর রহমান নামের এক শিবিরকর্মীকে আমাদের নেতাকর্মীরা মারধর করেছে। পরে তাকে বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নূর আরো বলেন, শোয়েবুর রহমানের কাছ থেকে ক্যাম্পাসে শিবির কী কী নাশকতা করার পরিকল্পনা করেছে সেগুলো বের করে আনবে প্রশাসন। তার সঙ্গে জড়িত সবাইকে আটকও করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আখতারুজ্জামান বলেন, ‘আমাদের কাছে শোয়েবুর রহমান নামের এক শিবিরকর্মীকে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা শোয়েবুরের বিষয়ে তদন্ত করছি এবং বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।’