সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের রায়েরগঞ্জ এলাকায় জোর করে জায়গা দখল করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে ১২ ছাত্রলীগ ক্যাডার। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভুয়া কাগজপত্র দেখিয়ে রায়েরগঞ্জ এলাকার বাসিন্দা মকরম আলীর জমি দখলের জন্য একই এলাকার বাসিন্দা ইসলাম উদ্দিন ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারদের নিয়ে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয। পরে পুলিশ এসে তাদের দক্ষিণ সুরমা থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসী ক্যাডাররা থানা হাজতে পুলিশের হেফাজতে থাকলেও তাদের পরিচয় দিতে অস্বীকৃতি জানায় পুলিশ। আটক ক্যাডাররা হলো- জুবায়ের (১৬), সজল (১৮), সৌরভ ১৬), নাঈম (১৬), শহিদুল আলম (১৮), রোমান (১৯), মুন্না (১৬), সাইফুল (১৬), জাকির (১৮), নাহিন (১৮), লায়েক (১৯), আইয়ুব আলী (২০)।