ছাত্রলীগের ছুরির আঘাতে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতা।তিনি নৃবিজ্ঞান বিভাগের শিবিরের সভাপতি বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর দেড় টার দিকে নৃবিজ্ঞান বিভাগে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের (৬৯) কিছু কর্মীরা মাথায় ছুরিকাঘাত
করে বলে জানা গেছে।
হাটহাজারিথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বি ডি ল নিউজকে বলেন, পুলিশ নুরুল করিম বিটুকে উদ্ধার
করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে আসে। সেখান থেকে বিটুকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বি ডি ল নিউজকে,
বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার লক্ষ্যে ছাত্রলীগ উদ্দেশ্য প্রনোদিতভাবে কোনো কারণ ছাড়াই আমাদের এক কর্মীর উপর হামলা করেছে।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সিক্সটি নাইন গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত
কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর বিডিল নিউজকেবলেন, বিটু নৃবিজ্ঞান বিভাগে কর্মী সংগ্রহ
করতে আসলে ছাত্রলীগের ছেলেরা তাকে বাধা দেয়। বিটুকে চলে যেতে বলা হলে সে আমাদের
কর্মীদের উপর চড়াও হয়। এসময় আমদের ছেলেরা তাকে প্রতিহত করার চেষ্টা করে।