চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ গ্রুপ। মঙ্গলবার রাতে শহরের কবরী রোড সড়কে এই সংঘর্ষ হয়। আহতরা হলেন- রাসেল (২৮), রিগান (২৫) ও ইমরান (২৬)।
এদের মধ্যে রিগান ও ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে শহরের কবরী রোড সড়কে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে হামলা পাল্টা হামলা হয়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয় ছাত্রলীগ কর্মী রাসেল, রিগান ও ইমরানকে।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রিগান ও ইমরানকে রাজশাহীতে স্থানান্তর করা হয়। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এই সংঘর্ষ হয়েছে। এ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।