কিছু নেতা-কর্মীর ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়ানোর মতো অপরাধের কারণে ছাত্রলীগ আবারো সমালোচনার মুখে পড়েছে৷ তবে ছাত্রলীগ সভাপতি মনে করেন, এটা ব্যক্তির দায়৷ তবে বিশ্লেষকরা বলছেন, এটা কলুষিত রাজনীতির বহিঃপ্রকাশ৷
সম্প্রতি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন হাওলাদার স্থানীয় ৬ নারীকে ধর্ষণ করে সেইভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনা প্রকাশ হওয়ার পর আরিফ হোসেনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে৷ কিন্তু পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি৷ ছাত্রলীগ নেতার এই অপরাধের খবর সংবাদমাধ্যমে প্রকাশের আগে সে এলাকাতেই ছিল৷ উলটো যাঁরা তার অপরাধের শিকার হয়েছেন, তারাই সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েন৷ একজনের সংসার ভেঙেছে এবং দুই ছাত্রীকে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তে হয়েছে৷
অন্যদিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের স্থানীয় চার নেতার বিরুদ্ধে৷ হত্যাকারীরা লাশ গুমেরও চেষ্টা করেছিল৷ লাশ উদ্ধার করা হলেও এখনো তরুণীর পরিচয় মেলেনি৷ গত ১০ আগস্ট পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে ওই তরুণীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ৷
অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ নভেম্বর চার ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে৷ বহিষ্কৃতরা হলো: পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান এবং উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মোহাম্মদ মাহমুদ৷
সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে আটক করেছে পুলিশ৷ তবে বাকিরা পলাতক৷ পুলিশ জানায়, তদন্তে ছাত্রলীগ নেতাদের জড়িত থাকার কথা জানা গেছে৷ আটক দু’জনকে জিজ্ঞাসাবাদে নিহত তরুণীর পরিচয় জানা যাবে বলে আশা করা হচ্ছে৷
এর আগে গত ১৭ জুলাই বরিশালের বানারীপাড়ায় এক অটোরিকশা চালককে আটকে রেখে তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার বিরুদ্ধে মামলা হয়৷ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারপর ছাত্রলীগ তাকে বহিষ্কার করেছে৷
এর আগে এ বছরেরই ৮ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর কয়েকজন অনুসারীর বিরুদ্ধে৷ এ ঘটনার প্রতিবাদ করায় দুই সাংবাদিকের ওপর হামলা হয়৷ এরপর এ শাখার কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ৷
গত ৮ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান ও তার সহযোগীদের বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেন৷
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শামীম ও তাঁর কয়েক সহযোগী দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়ে আসছেন৷ তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হল দখল করে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে চাঁদাবাজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ তোলা হয়৷ আরো দাবি করা হয়, ছাত্রলীগের ওই নেতারা বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশত শিক্ষার্থীকে নানা সময়ে পিটিয়ে আহত করেছেন৷
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ধর্ষণ, হত্যার মতো অপরাধ ছাড়াও রুম দখল, টেন্ডার বাণিজ্য, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে ছাত্র লীগের নেতা-কর্মীদের একাংশ৷
গত ১৭ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের সংঘর্ষে খালেদ আহমদ লিটু নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান৷
১৩ জুলাই ছাত্রলীগের হোসেইন ও টিটু গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ভাঙচুর চালায় ছাত্রলীগ কর্মীরা৷ ফলে ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়৷
১২ এবং ১৩ জুলাই চট্টগ্রাম কলেজে মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় প্রকাশ্যে গোলাগুলি হয়৷ অস্ত্রধারী যুবকের ছবি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে৷
গত ১৬ জুলাই টেন্ডার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক, দুই সাংগঠনিক সম্পাদক ও উপ-প্রচার সম্পাদকের অনুসারীদের সংঘর্ষ হয়৷
১৮ জুলাই হলের আসন বরাদ্দ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস ভাঙচুরের ঘটনা ঘটে৷
৩০ জুন নেত্রকোনার আটপাড়া উপজেলায় ছাত্রলীগ নেতা তোফাজ্জলের দাবি করা ৫ লাখ টাকা দিতে না পারায় স্থানীয় কৃষক মুশতাককে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ ওঠে৷
১৪ জুন টেন্ডার দখলকে কেন্দ্র করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের মধ্যে মারমারি হয়৷
২২ ফেব্রুয়ারি টেন্ডার নিয়ে চট্টগ্রাম নগর ভবনে ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলিতে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত মারা যান৷
গত বছরও ছাত্রলীগ নেতা-কর্মীদের কিছু অপরাধ সারা দেশে আলোচনার ঝড় তুলেছিল৷ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগমকে গত বছরের ৩ অক্টোবরে কুপিয়ে হত্যার চেষ্টা করে ছাত্রলীগ নেতা বদরুল আলম৷ ঘটনার সময় বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন৷ ঐ ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়৷ মামলার রায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে৷
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ অবশ্য ছাত্র লীগের নানা পর্যায়ের নেতাকর্মীদের এমন সব অপরাধকর্মের দায় নিতে রাজি নন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ছাত্রলীগ কোনো অপরাধীকে ছাড় দেয় না৷ যখনই নজরে আসে, তখনই ব্যবস্থা নেয়া হয়৷ ছাত্রলীগের এক কোটি নেতা-কর্মী, তাঁদের দু-একজন কোনো অপরাধ করলেই বড় করে দেখানো হয়৷ কিন্তু অন্যদিকে নজর দেয়া হয় না৷ সমাজে যা ঘটছে তার বাইরে কিছু হচ্ছে না৷”
তিনি দাবি করেন, ‘‘ছয় নারীর ঘটনাটি অনৈতিক সম্পর্কের৷ কিন্তু সংবাদমাধ্যমে বলা হচ্ছে তাদের ধর্ষণ করা হয়েছে৷”
তিনি আরো বলেন, ‘‘ছাত্রলীগের নেতা নির্বাচন করার আগে তাদের ব্যাকগ্রাউন্ড দেখা হয়৷ তারপরও কেউ অপরাধে জড়িয়ে পড়লে তাকে শাস্তি দেয়া হয়৷” এই অপরাধের সঙ্গে ক্ষমতার কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান ছাত্র লীগের কিছু নেতা-কর্মীর অপরাধপ্রবণতা সম্পর্কে বলেন, ‘‘রাজনৈতিক ক্ষমতার জোরে টেন্ডারবাজি, চাঁদাবাজি হচ্ছে৷ তবে ধর্ষণের মতো ঘটনায় দলকে দায়ী করা ঠিক হবে না৷ ব্যক্তিগতভাবে কেউ দলীয় ক্ষমতা ব্যবহার করতে পারেন৷ এটা তার ব্যক্তিগত বিকৃতি৷”
আর আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী নূর খান ডয়চে ভেলেক বলেন, ‘‘এখন রাজনীতিতে যে অনৈতিকতার অনুপ্রবেশ ঘটেছে, এগুলো তারই প্রকাশ৷ দল থেকে বহিস্কার করলেই এগুলো দূর হবে না৷ রাজনীতিতে নৈতিকতা এবং সততা ফিরিয়ে আনতে হবে৷”