নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ভর্তি বাণিজ্যের প্রতিবাদে সোমবার থেকে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রগতিশীল ছাত্র জোটের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক সজল বাড়ৈয়ের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদ সুজন। এতে বলা হয়, অবৈধভাবে ভর্তি হওয়াদের ভর্তি বাতিল করে সোমবারের মধ্যে আন্দোলনরত মেধাবি শিক্ষার্থীদের ভর্তি কাজ সম্পন্ন না করা হলে, ওইদিন থেকেই লাগাতার গণঅনশনসহ আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে। এতে যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তার সমস্ত দায়ভার অধ্যক্ষকেই বহন করতে হবে। এ কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান-এ তিন বিভাগ মিলিয়ে দুই হাজার ৪৫০টি আসন রয়েছে। এর বীপরিতে আবেদন জমা পড়েছে চার হাজার ২৫৫ জন ছাত্রী। মেধা তালিকা অনুযায়ী মানবিক বিভাগে জিপিএ তিন, বিজ্ঞান বিভাগে চার দশমিক ৫৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে চার প্রাপ্তদের ভর্তি হওয়ার কথা। কিন্তু ছাত্রীদের অভিযোগ, এর চেয়ে কম পয়েন্ট প্রাপ্তরা ভর্তি হলেও বেশি পয়েন্টধারী অনেককেই ভর্তি করা হচ্ছে না। অর্থের বিনিময়ে মেধাতালিকার বাইরে থেকে ভর্তি করার ফলে বঞ্চিত হচ্ছে অনেক যোগ্য ও মেধাবি ছাত্রীরা। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মৈত্রি ঘোষ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ শাখার আহ্বায়ক খাদিজা আক্তার অন্তরা প্রমুখ। লিখিত বক্তব্যে আরো বলা হয়, ৩০ জুন থেকে সরকারি মহিলা কলেজে ২০১৪ সালের একাদশ শ্রেণীতে ভর্তিকে কেন্দ্রে করে ছাত্রলীগ ভর্তি বাণিজ্য শুরু করে। ছাত্রলীগের ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আন্দোলন শুরু হয়।