জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে প্রতিগতিশীল ছাত্রজোটের ব্যানারে সারদেশে ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের প্রতিবাদে মিছিল বের করলে ছাত্রলীগ এ হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম ও আমার সংবাদ পত্রিকার আসলাম অর্ককে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আরও আহত হন জবি সাংবাদিক সমিতির সহসভাপতি সামি সরকার, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক কবির হোসেন আহত হন। আহত অন্যদের নাম এখনো পাওয়া যায়নি।
তবে এই হামলায় ছাত্রলীগের কেউ জড়িত ছিলেন না বলে দাবি করেছেন সংগঠনটির জবি শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, এ হামলায় জড়িতদের শাস্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ করা হবে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিতভাবে হামলার ঘটনায় জবি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।