গত ৪ সেপ্টম্বর ২০১৪ সালে, লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর মানবিক বিভাগের ইসলামের ইতিহাস বিষয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হয়। এসময় ছাত্রলীগ কর্মী নাহিদ হোসেন তার নির্ধারিত আসনে না বসে অন্যত্র বসলে কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহীল হাসান (পরীক্ষার হলের দায়িত্বেরত) ওই ছাত্রকে নির্দিষ্ট আসনে বসতে বললে সে হল থেকে বের হয়ে যায়। পরে নাহিদ তার সহপাঠি ছাত্রলীগ কর্মী কামরুল হাসান সৌরভকে নিয়ে এসে হলের ভিতরে ঢুকে ওই শিক্ষককে শারিরীককভাবে লাঞ্চিত করেন।
পরে লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় কামরুল হাসান সৌরভ ও নাহিদ হোসেন নামের দুই ছাত্রলীগ কর্মীকে দল ও কলেজ থেকে বহিস্কার করা হয়েছে।