বিরোধী মতকে নির্যাতন
বিরোধী মতকে দমন করা বা নির্মূল করার ব্যাপারে ছাত্রলীগের জুড়ি নেই। ২০০৯ সালে হাসিনা সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে অন্যান্য ছাত্র সংগঠন রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলে। মহাজোটের শরিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোও মুক্তভাবে কাজ করার সুযোগ পায়নি। ছাত্রলীগের মিছিলগুলোতে প্রায় শোনা যায়,
একটা একটা শিবির ধর
ধইরা ধইরা জবাই কর
একটা একটা শিবির ধর
সকাল বিকাল নাস্তা কর
হই হই রই রই
ছাত্রদল গেলি কই?
বাংলাদেশে সবগুলো জঙ্গি সংগঠনগুলো মিলে এতগুলো খুন করেনি যতগুলো ছাত্রলীগ করেছে।
গত দশ বছরে ছাত্রলীগ ৬১ জন বিরোধী রাজনৈতিক দলের ছাত্রকে হত্যা করেছে।
২০১৮= হত্যা ৩ জন। মেডিকেল বন্ধ ১টি, পুলিশসহ আহত ৫৫, হামলা ৮, ছাত্রী হেনস্তা ২
২০১৭= হত্যা ২০ জন। আহত ৩৯, হামলা ১৪
২০১৬=হত্যা ১,আহত ৩৬ হামলা ২৫,(২০০৯-২০১৬) নিহত ৫৪ জন শিশু, সাধারণ মানুষ ও অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মী
২০১৫ সালে হত্যা ৮ জন।
২০১৪=হত্যা ২, আহত ৩০, হামলা ৬
২০১৩=হত্যা ২, আহত ৮৫, হামলা ১০
২০১২=হত্যা১০, আহত= আর ১,০৭৮ জন
২০০৯-২০১১= হত্যা১৫, আহত