ছাত্রলীগের শিক্ষক নির্যাতনের এক দশক
পৃথিবীর সূচনা লগ্ন থেকে জাতি গড়ার কারিগর শিক্ষিকদের সবাই শ্রদ্ধার পাত্র হিসেবে দেখেন, কিন্তু ছাত্রলীগ সেই শ্রদ্ধার সর্বোচ্চ স্থানে আঘাত করেছে, গায়ে হাত তুলেছে, মুহুর্মুহ আঘাতে প্রজন্ম গড়ার কারিগর শিক্ষকের দেহ রক্তাক্ত হয়েছে বারবার। বিভিন্ন পত্রিকার প্রতিবেদন ও সিনোপসিসে দেখা যায় ২০০৯ সাল থেকে ২০১৮ সালের অক্টোবরে শিক্ষক লাঞ্ছিত হয়েছেন অন্তত ১৮৩ জন। জাফর ইকবাল স্যারের স্ত্রী ড.ইয়াসমীন হককে হেনস্তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত।
ছাত্রলগের কর্তৃক শিক্ষক লাঞ্ছনা ও হেনস্তার আলোচিত ঘটনাসমূহ একনজরে:
২০০৯-২০১৮ সালে ছাত্রলীগের হাতে শিক্ষক নির্যাতিত হয় ১৮৩ জন। ২০০৯-২০১২= চার বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের হাতে অন্তত ৮০ জন শিক্ষক লাঞ্ছিত ও নির্যাতনের শিকার হয়েছে। ২০১৩ সালে অন্তত ২৯ জন শিক্ষক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। ২০১৪ সালে অন্তত ০৯ জন শিক্ষক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। ২০১৫ সালে অন্তত ১৪ জন শিক্ষক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। ২০১৬ সালে ২৪ শিক্ষক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। ২০১৭ সালে শিক্ষক লাঞ্ছিত অন্তত ১৫ জন। ২০১৮ সালে শিক্ষক লাঞ্ছিত১২ জন।
২০১৮ সালে ১২ জন শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখ যোগ্য হলো কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়। দেশব্যাপী কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন মাইদুল ইসলাম। ফলে ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দিন আয়াজ তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই শিক্ষকের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি এজাহার দায়ের করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। এই মামলায় মাইদুল ইসলামকে জেলে যেতে হয় এবং তিনি চাকুরিও হারান। ঢাবিসহ কয়েকটি প্রতিষ্ঠানে ছাত্রলীগ কোটা সংস্কারের পক্ষে থাকা শিক্ষকদের উপর হামলা করে। লাঞ্ছিত করে।
‘ছাত্রলীগ কর্মী’র নেতৃত্বে শিক্ষককে পিটিয়ে আহত:
০৯ আগস্ট ২০১৭ বরিশালের মুলাদী কলেজের এক শিক্ষককে গতকাল মঙ্গলবার পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় মো. শাওন নামের এক ছাত্রসহ আটজনের নামে মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ। শাওন সকাল সাড়ে ১০টার দিকে বহিরাগত ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে কলেজে প্রবেশ করেন। তাঁরা কলেজের স্নাতক ভবনের ২০২ নম্বর কক্ষে গিয়ে পাঠদানরত ইসলামের ইতিহাসের শিক্ষক আবদুল আলিমের উপর চড়াও হন। শিক্ষার্থীদের সামনেই তাঁকে বেঞ্চের পায়া এবং রড দিয়ে পেটানো হয়। মেঝেতে লুটিয়ে পড়লে আলিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারা হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে বাংলা বিভাগের শিক্ষক হাফিজ আহম্মেদ শারীরিকভাবে লাঞ্ছিত হন।
বাজিতপুরে মাদ্রাসার সুপারকে মারধর
০৭ জুন ২০১৭ তারিখে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পিরিজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে মারধর করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ঝিনুকের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়। স্থানীয় নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ওই সুপারের নাম আবু বক্কর সিদ্দিক। হামলায় কয়েকজন আহত হয়েছেন।’
পাংশায় শিক্ষককে রড ও হাতুড়িপেটা:
১৪ আগস্ট ২০১৭ রাজবাড়ীর পাংশা উপজেলায় পাংশা জর্জ পাইল মডেল উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে গত শনিবার রাতে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত শিক্ষকের নাম তপন কুমার সরকার (৪৮)। তিনি ওই বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক। তাঁর বাড়ি পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের দত্তপাড়া এলাকায়।
(১৩ মার্চ ২০১৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে প্রাধ্যক্ষ ওই হলের গণরুম পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাঁদের খোঁজখবর নিতে প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান মীর মশাররফ হোসেন হলের গণরুমে যান। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে ওই হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ইকরাম উদ্দিনসহ ছাত্রলীগের সাত-আটজন নেতা-কর্মী ওবায়দুর রহমানকে গালিগালাজ করেন।
(০৯ আগস্ট ২০১৬) কুষ্টিয়া সদর উপজেলার হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজনকে গতকাল সোমবার মারধর করা হয়েছে। অভিযোগ উঠেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সদর থানা যুবলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের লাঠি ও হকিস্টিক দিয়ে পেটানো হয়েছে বলে লিখিত অভিযোগ পেয়েছেন।
ছাত্রলীগের হাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষকদের ডাকা কর্মবিরতিতে অচল বুয়েট
১৪ এপ্রিল ২০১৫ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষকদের ডাকা কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে বুয়েট। আগামী শনিবারের মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার বিকল্প থাকবে বলে জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। এদিকে লাঞ্ছিত শিক্ষক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেছে বুয়েট ছাত্রলীগ।