বিরামপুর ডিগ্রী কলেজে অস্ত্র উঁচিয়ে শিক-শিার্থী ও কর্মচারীদের ভীতি প্রদর্শন ও কলেজ থেকে তাদের বের করে দেওয়ার অপরাধে ছাত্রলীগ নেতা উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। কলেজের অধ্যরে মামলা দায়েরের একদিন পর তাকে গ্রেফতার করা হলো।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ বিকেলে কলেজ চত্বরের মুন্সি হোটেলের পিছন থেকে উজ্জলকে গ্রেফতার করে। অধ্যরে মামলার পর (মামলা নং-২, ৪ অক্টোবর’১০) ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এজাহারে উজ্জ্বলের পিতার নাম এসএম শফিকুল ইসলাম, বাড়ি ফুলবাড়ীর শিবনগর গ্রামে উল্লেখ করলেও জানা গেছে, দীর্ঘদিন থেকে তিনি পিতা-মাতার সঙ্গে উপজেলা চত্বরের সরকারি বাসভবনে বসবাস করেন ।
অধ্য আ. সাত্তার বলেন, উজ্জ্বল কলেজের প্রাক্তন ছাত্র। সে কলেজ বাজারের মাংস বিক্রেতা মোফাজ্জলের দোকান থেকে জোরপূর্বক মাংস কাটা দা নিয়ে এসে শিক-শিার্থী ও কর্মচারীদের ভীতি প্রদর্শন করে।
আটক এসএম আল ইমরান ওরফে উজ্জ্বল নিজেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি দাবি করেন।
এদিকে থানা ছাত্রলীগের আহবায়ক দাবিদার নাছিম আনছারী বলেন, ‘উজ্জ্বল ছাত্রলীগের কমিটির কেউ না।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার বলেন, ‘উজ্জ্বল দলের কেউ না।’